WiFi password দেখার নিয়ম ।। WiFi এর সুবিধা অসুবিধা সহ বিস্তারিত

অনলাইন জগতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে WiFi অনেক জনপ্রিয় এবং সুবিধাজনক একটি মাধ্যম। কিন্তু ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ওয়াইফাই এর এত সুবিধা থাকলেও অনেকেই ওয়াইফাই সম্পর্কে সঠিক তথ্য জানেন না। তাই অনেকেই অয়াইফাই কি এবং WiFi password দেখার নিয়ম সম্পর্কে জানতে চান। 

প্রিয় পাঠক, স্বাগত SS IT Care এর আজকের পোস্ট “WiFi password দেখার নিয়ম ।।  WiFi এর সুবিধা অসুবিধা  সহ বিস্তারিত” এ।

আজকের পোষ্টে আমরা জানবো, অয়াইফাই কি, WiFi এর ব্যবহার, যে ভাবে Free WiFi চালানোর নিয়ম, WiFi এর Password জানার উপায়  সহ অয়াইফাই সম্পর্কে বিস্তারিত।

WiFi কি

WiFi এর পূর্ণরূপ হচ্ছে  Wireless Fidelity। বাংলা ভাষায় ওয়াইফাই এর পূর্ণরূপ হল ওয়্যারলেস ফিডেলিটি।

Alliance WiFi  নামের একটা সংস্থা ১৯৯৮ সালে WiFi Technology তৈরি করে। WiFi  এর নাম তার উদ্ভাবক সংস্থা Alliance WiFi নামে রাখা হয়েছে । WLAN এর পূর্ণরূপ হল Wireless Local Area Network । আসলে এই দুটির অর্থ সমান। 

WiFi কেনো প্রয়োজন

Mobile, computer, laptop ইত্যাদি সকল  Device  connection দেওয়া হয় Router এর মাধ্যমে। WiFi connection ছাড়া Internet  চালাতে হলে MB (MegaByte) বা GB (GigaByte) কিনতে হবে। MB বা GB কিনতে অনেক টাকার প্রয়োজন যা অনেক ব্যায়বহুল ।

এক মাসে ৫০০ টাকায় ৪০ থেকে ৫০ GB পাবেন। কোন কোন সময় ৫০ জিবি তে সম্পূর্ণ মাস ফোনে Internet  চালাতে পারবেন না । সুতরং WiFi নেওয়া আপনার জন্য Best।

Free WiFi চালানোর উপায়

WiFi Use করার জন্য password খুবই Important । password ছাড়া Free WiFi available ইউস করা যায় না। ***সাধারণত School, College, Shop, Restaurants ইত্যাদি জায়গার password ঐ School, College, Shop, Restaurants নামেই হয়ে থাকে।

আবার, কিছু WiFi একদম ফ্রি এই থাকে । WiFi ওন করে জাস্ট নামের ওপড় CLICK করবেন। তাহোলে ই WiFi Connect হয়ে যাবে। 

কিভাবে মোবাইল দিয়ে WiFi এর Password জানা যায় 

Ki Vabe Mobile Diye WiFi Password Janben ? এই বিষয় জানতে চাইলে একদম ঠিক জায়গায় এসেছেন।

আপনার হাতে থাকা ফোন টি যদি ননরুটিড ফোন হয় তাহোলে আপনি প্রথমে Phone এর WiFi Option যান। যে WiFi টি Connect হওয়া আছে সেখানে Tap করে কিছু সময় ধরে রাখুন।

যদি আপনার মোবাইল ফোন টি Updated বা নতুন version এর হয় তাহলে কিছুখুন Tap করে ধরে রাখুন। তারপর সেখান এ আকটি কিউ-আর কোড আসবে।

আপনি সেটির একটি screenshot নিয়ে রাখুন এবং screenshot থেকে শুধু কিউ-আর কোডটি crop করে রাখুন।

এবার zxing.org  নামক website টি open কারুন।সেখান এ Upload a file নামক option পাবেন। মাঝে choose file এ  click করে QR code টি crop করে select কারুন। Box এর শেষে submit option এ click করলে একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখান এ আপনি আপনার wifi password টিও জানতে পারবেন।

iPhone এ WiFi password দেখার নিয়ম

প্রথমে আপনার iPhone এর setting option এ যান এবং iCloud option এ প্রবেশ করুন। Keychain option টি বের করে চালু করে দিন। তাহলে WiFi Password আইক্লাউডে save হবে। iPhone এবং ম্যাক এক এই আইক্লাউড Account  sign In  করা থাকতে হবে।

ম্যাক থেকে commend ও speech press করে স্পটলাইট open করুন ও Keychain Access এ প্রবেশ করুন।  এবার আপনার WiFi network select করুন। পপ-আপ window এ কাঙ্ক্ষিত  network এর details  দেখতে পাবেন, Show Password এ click করে admin Access কাঙ্ক্ষিত network এর password আসবে। তারপর ওয়াইফাই setup করে নিতে পারবেন।

Computer, pc বা Laptop দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড দেখার নিয়ম

প্রথমত , আপনার Desktop এর run (windows  key+R ) কমান্ডে আসুন ।Then লিখুন ncpa.cpl এবং OK তে click  করুন । এরপর আপনার desktop এ যতগুলো connected ওয়াইফাই বা নেটওয়ার্ক আছে সেগুলো সারণি আকারে আসবে। এরপর যে ওয়াইফাই এর password বের করতে চান ,সেখান এ Double click কারুন। এরপর আপনার Desktop এ একটি ইন্টারফেস আসবে।।

 “ওয়ারলেস প্রপারটিস”লেখা জায়গায় ক্লিক কারুন। Desktop এ আরো একটি ইন্টারফেস আসবে । সেখান এ লেখা থাকবে security , এর ওপর click  করে open করলে যে page পাবেন সেখান WiFi এর password পেয়ে যাবেন।

WiFi password দেখার নিয়ম নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা WiFi কি, iPhone, Computer, pc বা Laptop দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড দেখার নিয়ম,  WiFi password দেখার নিয়ম সহ ওয়াইফাই সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি আজকের পোস্ট থেকে আপনি ওয়াইফাই সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন। এবং এই পোস্ট থেকে উপকৃত এ।হয়েছেন।

ইন্টারনেট সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে নিয়মিত Internet Category ভিজিত করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ভিজিট  করুন SS IT Care. চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ SS IT Care 


Leave a Comment